প্রাথমিক কথা

প্রাথমিক কথা

FOR YOUR COMMENTS

Click "[_] commetns:" at bottom of Post

Monday, December 23, 2013

মরে আছি না বেঁচে আছি ? (২৫-৯-২০১৩-র পোস্ট)

কত কিছুইতো ঘটে চলেছেআমরা অধিকাংশ সেসব নিয়ে নির্বিকারনিজেকে নিয়ে বা নিজেদের নিয়ে নিজের মতই আছি, থাকছিকখনো-সখনো একটু গা ঘষে যাওয়া অস্থিরতা প্রকাশ করছিমনে হতেই পারে সেই আমরা হয়তো বা এভাবে চৈতন্যেতর বেঁচে থাকাই পছন্দ করছিআদতে কি তাই, না কি 'দিন আনি দিন খাই' ঝঞ্ঝাটে শ্রান্ত-ক্লান্ত নিরুপায় অসহায়তা আমাদের সব কিছু গ্রাস করে নিয়েছে? না কি প্রায় সার্বিক রাজনৈতিক দৈন্যাবস্থা আর দুর্নীতির সুতোখেলা আমাদের শ্বাস প্রশ্বাস মনুষ্যত্বের সংজ্ঞা বদলে দিয়েছে? আমরা কত কত দূর্বল হয়ে পড়েছি, আর কত দূর্বল হয়ে পড়ছি প্রতিদিন প্রতিদিনের ঘৃণা উষ্মা আর প্রতিবাদের ইচ্ছেটাকে দাবিয়ে রাখতে রাখতে, প্রতিদিনের বিষবায়ুকে চুপসে যাওয়া বুকের ভেতর চাপতে চাপতে একসময় হয়ত আমরা নিজেরাই জানতে পারিনা আমরা বেঁচে আছি না মরে আছি
ঘরের কোণায় বসে কোথায় পাব সে জবাব? খুঁজে যাই, দেখি যদি পাইসে খোঁজার আজ থেকে নতুন করে শুরু।  

No comments:

Post a Comment