মাঝে মাঝেই এখানে আসা বন্ধ থাকে। শরীর তো একা
ঘনাদারই ( Ramkrishna
Bhattacharya ) আছে তা নয় , ফলে... ... ।, মজার ব্যাপার হ'ল ফেসবুকের দৌলতে এই প্রথম জন্মদিনে অনেক বন্ধুর
( আত্মীয় সমেত ) শুভ কামনা জানতে পারলাম। কাউকেই প্রাপ্তি
এবং 'ধন্যবাদ' জানান হয়নি। প্রত্যেককে
আলাদা ভাবে বার্তা দেয়ার ধৈর্য আমার নেই। এখানে একসাথে
সবাইকে ভালবাসা, শুভেচ্ছা ও সম্মান জানাচ্ছি।
ঘনাদা আমার চাইতে বেশ কয়েক বছরের বড় বলেই বলছি
ঐ 'বুড়োটা', আদতে উনি শারীরিক ও মানসিক ক্ষমতায় আমার চাইতে 'যুবক' ।, তা সেই বুড়োটার এক পাতা জোড়া শুভেচ্ছা পেলাম। অন্যেরাই বা
কম যান কিসে ! কাউকেই তো চোখে দেখিনি, হয়ত কারো কারো
সঙ্গে হটাত দেখা হয়ে যেতে পারে কিন্তু সে সময়ে চিনতে পারব কি না আশঙ্কা আছে। চোখের
দেখাটুকুও না থাকা সত্তেও সকলের এই ভালবাসার মূল্য অপরিসীম। আমার মনে
হয়, আসলে আমাদের ভাবনার মিলটা বোধহয় কোথাও এক হয়ে গেছে তাই এই 'ভাল হোক, ভাল থেকো' বার্তাটুকু পৌঁছে
দেয়া !
বন্ধুদের জন্ম দিনটা যেখানে দেখানো হয় সে
জায়গাটা আমি পারত পক্ষে খেয়াল করিনা তাই অনেকেরই জন্মদিনে আমি তাদের 'ভাল হোক' জানাতে পারিনা। জানাতে না
পারলেও 'ভাল হোক' এটা কিন্তু আন্তরিক ভাবেই চাই, বিশাস করুন। সকলকেই
প্রচুর শুভেচ্ছা ও ভালবাসা জানাচ্ছি।
নোটিফিকেশনের জায়গাটা এবার থেকে খেয়াল রাখব।
প্রথম রাতে মানে ৫ তারিখ রাতে কয়েকজন বন্ধুকে
তাঁদের শুভেচ্ছার প্রাপ্তি স্বীকার বার্তায় যে কথা লিখেছিলাম, আজ এখানে সেটাই
দিয়ে দিচ্ছি। আমার ভাবনা সকলের সাথে মিলবেই এমন কোনো কথা নেই। যদি না মেলে
তাও বিরক্ত আর বিমুখ না হয়ে বন্ধুত্ব বাঁচিয়ে রাখবার আবেদন জানাই, কেননা বন্ধু গেলে
থাকেটা কে ?
"ভাল কাটার দিনগুলো
সব আপাতত তুলে রাখা আছে কুলুঙ্গিতে। বড় অস্থির সময়
এটা। অস্থির
সময়ের মধ্যে দিয়ে পার করে এলাম এত বছর তবু কিছু স্বপ্ন ছিল কোন এক দিন, দুর্যোগের মাঝেও
অনেক আনন্দ ছিল। চোখের সামনে অবিমৃষ্য আর দাম্ভিক মানুষের বিপথু
মেধার মোহে মনে হয় নিভে গেছে সে আলো। যা হবার কথা ছিল, যে সুখের স্বপ্ন
ছিল তার সবটা না হোক কিছুটা হতেই পারত, হতে দিলাম না আমরা। কী করে ভাল
থাকি? অন্তত আমি ভাল নেই, আমি ভাল নেই, সত্যিই আমি ভাল নেই। ধন্যবাদ...
..."
যাঁদের নাম এখানে লিখিনি তাঁদের কাছেও এটা পৌঁছে
যাবেই যাবে।
No comments:
Post a Comment