প্রাথমিক কথা

প্রাথমিক কথা

FOR YOUR COMMENTS

Click "[_] commetns:" at bottom of Post

Monday, December 23, 2013

জন্ম দিনে...। (৭-১০-২০১৩-র পোস্ট )

মাঝে মাঝেই এখানে আসা বন্ধ থাকেশরীর তো একা ঘনাদারই ( Ramkrishna Bhattacharya ) আছে তা নয়  , ফলে... ... , মজার ব্যাপার হ'ল ফেসবুকের দৌলতে এই প্রথম জন্মদিনে অনেক বন্ধুর ( আত্মীয় সমেত ) শুভ কামনা জানতে পারলামকাউকেই প্রাপ্তি এবং 'ধন্যবাদ' জানান হয়নিপ্রত্যেককে আলাদা ভাবে বার্তা দেয়ার ধৈর্য আমার নেইএখানে একসাথে সবাইকে ভালবাসা, শুভেচ্ছা ও সম্মান জানাচ্ছি 

ঘনাদা আমার চাইতে বেশ কয়েক বছরের বড় বলেই বলছি ঐ 'বুড়োটা', আদতে উনি শারীরিক ও মানসিক ক্ষমতায় আমার চাইতে 'যুবক' , তা সেই বুড়োটার এক পাতা জোড়া শুভেচ্ছা পেলামঅন্যেরাই বা কম যান কিসে ! কাউকেই তো চোখে দেখিনি, হয়ত কারো কারো সঙ্গে হটাত দেখা হয়ে যেতে পারে কিন্তু সে সময়ে চিনতে পারব কি না আশঙ্কা আছেচোখের দেখাটুকুও না থাকা সত্তেও সকলের এই ভালবাসার মূল্য অপরিসীমআমার মনে হয়, আসলে আমাদের ভাবনার মিলটা বোধহয় কোথাও এক হয়ে গেছে তাই এই 'ভাল হোক, ভাল থেকো' বার্তাটুকু পৌঁছে দেয়া ! 

বন্ধুদের জন্ম দিনটা যেখানে দেখানো হয় সে জায়গাটা আমি পারত পক্ষে খেয়াল করিনা তাই অনেকেরই জন্মদিনে আমি তাদের 'ভাল হোক' জানাতে পারিনাজানাতে না পারলেও 'ভাল হোক' এটা কিন্তু আন্তরিক ভাবেই চাই, বিশাস করুনসকলকেই প্রচুর শুভেচ্ছা ও ভালবাসা জানাচ্ছি

নোটিফিকেশনের জায়গাটা এবার থেকে খেয়াল রাখব  

প্রথম রাতে মানে ৫ তারিখ রাতে কয়েকজন বন্ধুকে তাঁদের শুভেচ্ছার প্রাপ্তি স্বীকার বার্তায় যে কথা লিখেছিলাম, আজ এখানে সেটাই দিয়ে দিচ্ছিআমার ভাবনা সকলের সাথে মিলবেই এমন কোনো কথা নেইযদি না মেলে তাও বিরক্ত আর বিমুখ না হয়ে বন্ধুত্ব বাঁচিয়ে রাখবার আবেদন জানাই, কেননা বন্ধু গেলে থাকেটা কে

"ভাল কাটার দিনগুলো সব আপাতত তুলে রাখা আছে কুলুঙ্গিতেবড় অস্থির সময় এটাঅস্থির সময়ের মধ্যে দিয়ে পার করে এলাম এত বছর তবু কিছু স্বপ্ন ছিল কোন এক দিন, দুর্যোগের মাঝেও অনেক আনন্দ ছিলচোখের সামনে অবিমৃষ্য আর দাম্ভিক মানুষের বিপথু মেধার মোহে মনে হয় নিভে গেছে সে আলোযা হবার কথা ছিল, যে সুখের স্বপ্ন ছিল তার সবটা না হোক কিছুটা হতেই পারত, হতে দিলাম না আমরাকী করে ভাল থাকি? অন্তত আমি ভাল নেই, আমি ভাল নেই, সত্যিই আমি ভাল নেইধন্যবাদ... ..." 


যাঁদের নাম এখানে লিখিনি তাঁদের কাছেও এটা পৌঁছে যাবেই যাবে

No comments:

Post a Comment