“উঠিব লাগিব,
বহিব লাগিব” ... ...
...
আসামে দীর্ঘ বহুবছর বসবাসকারী এক বন্ধু যিনি
কলকাতাতেও প্রায়ই যাওয়া আসা করেন, কিছুদিন করে কলকাতায় থেক
আবার আসামে যান তাঁর কাছে শুনলাম এই শ্লোগান। আন্না হাজারে যখন লোকায়ুক্ত ও লোকপালের দাবীতে
অনশন করছেন তখন এই লোকপাল সম্পর্কে আসামের চা বাগানের শ্রমিক থেকে শুরু করে প্রায়
সর্বত্র যার মধ্যে বামপন্থী সমর্থকরাও ছিলেন সাধারণ মানুষের মধ্যে এই ধারনা হয়েছিল
যে, “উঠিব লাগিব’ বহিব লাগিব” এবং আরও কয়েকটি শ্লোগান যার অর্থ দাঁড়ায়, আমারা যা বলব তাই শুনতে হবে। থানার
অফিসার, পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেট, কোর্টের উকিল সকলকে আমাদের কথায় “উঠতে হবে, বসতে হবে” , এই হ’ল “উঠিব লাগিব, বহিব লাগিব”।
রাজ্যসভায় লোকপাল বিল পাস হ’ল, লোকসভাতেও পাস হবে বলে মনে হচ্ছে। যারা প্রথমে বিরোধীতা করেছিলেন তাঁরাও এবারে একটু
এদিক ওদিক করে, ধানাই পানাই করে বিল সমর্থন করে দিলেন। কেউ কেউ এমন কথাও বললেন লোকপাল থাকা মানে দেশের
সমস্ত আইনসভা ও বিচারসভা গৌণ হয়ে পড়বে। মনে
হবে আমাদের দেশের সব রাজনৈতিক দল সব রাজনৈতিক নেতা চোর। সত্যিই কি তাই ? এই প্রশ্ন তুলেও তাঁরা
লোকপাল বিলকে সমর্থন করলেন।
No comments:
Post a Comment